মাদারীপুর প্রতিনিধি :
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, তার কারখানা ছিল মাদারীপুরে। কারণ এখানে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা রাজত্ব করেছে, তারাই সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শিবচর পৌর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে।