বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যেসব দলের জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যে দলগুলোর জামানত থাকবে না তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসরদের আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে ‘মার্চ ফর জাস্টিস’ দিবস উদযাপন উপলক্ষে আইনজীবীদের পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির বলেন, ‘আমরা যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়েছিলাম। যে ঐক্য ছিল, সেই ঐক্যে আজ ফাটল ধরানো হচ্ছে, বিভাজন তৈরি করা হচ্ছে। বিএনপিকে নিয়ে অকারণে বিষদাগার করা হচ্ছে, উসকানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম আইনের শাসন, ন্যায়বিচার, মানবতা প্রতিষ্ঠা করার জন্য এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেই মতপ্রকাশের স্বাধীনতায় এখন আমরা দূরাশা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বিচার বিভাগে ৬০ শতাংশ ফ্যাসিবাদের দোসর নিয়োগপ্রাপ্ত রয়েছে। প্রশাসনেও বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে রয়েছে। যারা ভয়ংকর মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়, তাদের বিচারের আওতায় আসতে হবে।’

খোকন বলেন, ‘এক বছর হতে চলেছে, কী বলেছেন, কী করছেন জনগণ জানতে চায়। বিএনপির সহযোগিতা না থাকলে এ সরকার দেশ চালাতে পারতো না। বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ঐকমত্যের যে প্রস্তাব এসেছে, বিএনপি প্রায় ৬৫০টি প্রস্তাবে ঐকমত্য প্রকাশ করেছে।’

পদযাত্রাটি প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া, অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রমুখ।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বিরোধ

সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

বাধ্যতামূলক অবসরে কৃষ্ণ পদ রায় ও ডিআইজি মোজাম্মেল হক

সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামায়াত আমির

মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার

লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ালো বিএনপি

নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন: সিইসি

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি

দেশের সরকারি হাসপাতালে সবকিছুই বিনামূল্যে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা