শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টিতে টানাটানি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিভক্ত জাতীয় পার্টির কোন অংশ ‘লাঙ্গল’ প্রতীক পাবে, আদালতে তার শুনানি আগামী সপ্তাহে। তবে রায় নিজেদের পক্ষে যাবে বলে মনে করছে দুপক্ষই। এরই মধ্যে জি এম কাদেরের নেতৃত্বে থাকা অংশটি জোরেশোরে নির্বাচনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

দলীয় কোন্দলে জুলাই অভ্যুত্থানের পর সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আবারও ভেঙেছে। বর্তমানে এর একটি পক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুরোদমে।

এরশাদের ছোট ভাই জি এম কাদেরের নেতৃত্বে রয়েছে একটি অংশ। অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে রয়েছে দলের সিনিয়র নেতাদের একটি বড় অংশ। দুপক্ষই এখন আদালতে লড়ছেন লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে।

জাতীয় পার্টির আনিসুল অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মনে করেন, দলের মধ্যে ঐক্য না থাকলে সারা দেশ নিয়ে ঐক্যের কথা বলা বেমানান। লাঙ্গল নিয়ে আদালতে সঠিক ফয়সালা হবে বলে তাঁর প্রত্যাশা।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নিজের দলের মধ্যেই যদি গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, তবে সেই ব্যর্থতার গ্লানি তো আমাদের বইতে হবে। রাজনৈতিক ভারসাম্য নিজেদের মধ্যেই যদি না থাকে, তবে জাতীয় জীবনে আমরা মানুষকে কী দেব?’

অন্যদিকে জি এম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, রিটার্নিং কর্মকর্তা জি এম কাদেরের স্বাক্ষরিত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আদালতের রায়ও জি এম কাদেরের পক্ষে আসবে বলে তাঁর দাবি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টির অন্য অংশগুলো যেসব মনোনয়নপত্র জমা দিয়েছে, সেখানে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে সেগুলো নিবন্ধিত দল নয়। ফলে সেগুলো বাতিল হয়ে গেছে। অর্থাৎ লাঙ্গল যে জি এম কাদেরের, তা ইতিমধ্যে প্রতিষ্ঠিত। হাইকোর্টে একটি রুল পেন্ডিং আছে, যথাসময়ে সেটির শুনানি হবে। আমার বিশ্বাস সেটি খারিজ হয়ে যাবে।’

দুপক্ষই পল্লীবন্ধু এরশাদকে তাদের রাজনৈতিক আদর্শ ও দলের প্রধান হিসেবে দাবি করছে। তবে শেষ পর্যন্ত লাঙ্গল কার ভাগ্যে জুটবে, তা নির্ধারণ হবে আদালতের রায়ের মাধ্যমেই।

সর্বশেষ - জেলার খবর