ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় সৎ ভাইদের মধ্যে চলমান বিরোধীতায় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন- আবুল কালাম (৫৬), শামছুন্নাহার (৫০), ইমরান (৩৫), নিশাত (৩০), লাবন্য (২০), হাসিনা (৪০), মাইনুর বেগম ((৪২), জামাল (৫৫) এবং শাহিন (৪৫)। বাকি কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার আবুল কালাম জানান, তার বাবা সুলতান আহমদ ৪ বিয়ে করেছেন। এর মধ্যে কিছু জমি নিয়ে সৎ ভাই শাহিনের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে থানা পুলিশের কাছে অভিযোগও দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে ওই জমির বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। তবে এরইমধ্যে থানা ও শালিস ব্যবস্থা উপেক্ষা করে ওই জমিতে ঘর তুলতে শুক্রবার ভোরে শাহিন ২০-২৫ জনের মত লোকজন জড়ো করে ঘর তোলার চেষ্টা করেন। এ সময় তাকে ঘর তোলায় বাধা দিই। যার জন্য শাহিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনীর হামলা ও মারপিটে আমাদের ৭ জনের মতো আহত হয়েছেন।
এদিকে আবুল কালামের সৎ ভাই শাহিন বলেন, ওই জমির মালিক আমি। ওই জমিতে ঘর তুলতে কারও কোনো সমস্যা হয়নি। অথচ সেখানে আমি ঘর তোলার চেষ্টা করলে আমার সৎ ভাই আবুল কালামের লোকজন হামলা চালায়। এতে আমাদেরও ৫ জনের মতো আহত হয়েছেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।