নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, অথচ জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার, আত্মমর্যাদা, দেশে-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. এ ডেজ এম জাহিদ হোসেন বলেন, ‘প্রায় এক কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন রূপরেখা প্রকাশ করা উচিত।’
বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়নের কথা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যতটা নির্যাতন বিএনপির নেতারা সহ্য করেছেন, তাতে তাদের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতির পথে তার অবদান অবিস্মরণীয়।’


















