শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সামনে আরও লড়াই আসছে, সেই প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। জানি অনেকের সাথে আমাদের লড়াই করতে হবে।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুন্সীগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়। প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের ইতিহাসকে ধারণ করে মুন্সীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জানি, পদ্মা-মেঘনার দাপটে নদী ভাঙন হচ্ছে। মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

নাহিদ ইসলাম আরও বলেন, মুন্সীগঞ্জের হাজারও মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোনো অবদান নাই। মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সকল সদস্য প্রবাসে থাকে; তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে; ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশ এখনো পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি, বরং ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন দেশ হতে এখনো অনেক পথ বাকি। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ: ২ দিনেও মামলা হয়নি

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: রিজভী

জীবনের সব সঞ্চিত দিয়ে রোপিত সুপারি গাছ, কেটে দিলো বন বিভাগ!

গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

তাইজুল-মিরাজের স্পিন তাণ্ডবে দাপুটে জয় বাংলাদেশের

এমপিওভুক্ত হলেন ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি

জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী