নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসবে। এ উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামবেন না তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় ভিড় না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

















