সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘যেভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, এখন ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চলছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’

রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সোমবার (২৪ মার্চ) তিনি এ কথা বলেন। সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে তারেক রহমান বলেন, নতুন ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই। সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ, আপনারাও গণতন্ত্রের স্বার্থে সচেতন থাকুন, অতীতের মতো আমাদের সহযোগিতা করুন।’

গণতান্ত্রিক লড়াইয়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা না যেতে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে সার্বভৌমত্ব রক্ষার লড়াই এবং গত ১৬-১৭ বছরের গণতন্ত্রের উত্তরণ সংগ্রামে যারা নিখোঁজ বা নিহত হয়েছেন, তাদের জন্য আমাদের কাজ করে যেতে হবে।’

বিএনপির উত্থাপিত সংস্কার প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাংবাদিকেরা অতীতে আমাদের পাশে ছিলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে ছিলেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’

এই ইফতার মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর