শুক্রবার , ২ মে ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রতিবেদক
Newsdesk
মে ২, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী সোমবার, ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত। সবকিছু ঠিক থাকলে তিনি নির্ধারিত দিনে দেশে ফিরবেন।”

বিশেষ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁর ঢাকা ফেরার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করা যায়নি, তবুও লন্ডনে তাঁর চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন আটজন ঘনিষ্ঠ সফরসঙ্গী। তাঁরা হলেন, ডা. জোবায়দা রহমান (তারেক রহমানের স্ত্রী), সৈয়দা শর্মিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাঁকে লন্ডনের একটি ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় পর এবার তিনি প্রবাসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেন।

বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভোগা খালেদা জিয়া। যেমন লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। এর আগেও তিনি কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন কারাগার ও বিএসএমএমইউ হাসপাতালে। বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।

সর্বশেষ - রাজনীতি