রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ৩

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৩, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান।

গত শুক্রবার বিকেলে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে গুলি ও হামলার ঘটনা ঘটে। এতে একজন আহত হন।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায়।

তিনি বলেন, শুক্রবার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। এতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। গত বৃহস্পতিবার পল্লবী থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। জিডি করার পরদিনই ঘটে এই হামলা ও গুলি বর্ষণের ঘটনা।

সর্বশেষ - রাজনীতি