নিজস্ব প্রতিবেদক :
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।
মশিউর রহমান জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
তিনি আরও জানান, আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।