নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রীর দশতলার সামনে একটি টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা হবিগঞ্জ জেলার লাখাই থানার কালাউক গ্রামের মো. সজিবের মেয়ে। ফাতেমা রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। নিহতের আরেক বোন বাইরে জিমে গিয়েছিলেন। জিম থেকে ফিরে এসে বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে বিষয়টা জানায়।
ওসি আরও বলেন, নিহত লিলির পরিবারের হোটেল ব্যবসা আছে। বনশ্রীতে অবস্থিত সেই হোটেলের জায়গা ও হোটেল নিয়ে মামলা চলছে জানতে পেরেছি। এই কারণে নিহতের পরিবার গ্রামের বাড়িতে আছে। তবে হত্যাকাণ্ডের পরে হোটেলের একজন স্টাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের হোটেলটি বন্ধ থাকলেও সেই স্টাফ হোটেলেই অবস্থান করে আসছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হবে।


















