বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

হারানো মোবাইলের ছবি-ভিডিও দিয়ে ব্যাক্লমেইল

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৭, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মোবাইল ছিনতাই বা হারানোর পর সেগুলো দিয়ে অপতৎপরতা চালায় একটি চক্র। এসব মোবাইল ফোনে থাকা ছবি ও ভিডিও ব্যবহার করে মালিককে ব্ল্যাকমেইল করে তারা। এমন চক্রের আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

বৃহস্পতিবার ঢাকায় নিজ দফতরে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান। গত ৩ মাসে হারানো এমন ১১২টি মোবাইল উদ্ধার করা হয়G

তিনি বলেন, সিআইডির সিপিসি পেইজে জিডির কপি দেন ভুক্তভোগীরা। এরপর বিভিন্ন ধরনের তদন্তের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় মোবাইল কেনা ও ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক থাকার পরামর্শ দেন সিআইডির এই কর্মকর্তা।

মোহাম্মদ আলী মিয়া বলেন, হারিয়ে যাওয়া মোবাইলে থাকা ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যাক্লমেইলের ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল চুরির ঘটনার পর কয়েকবার হাত বদল হয়ে আরেক গ্রাহকের কাছে চলে যায়- এমন তথ্যও পাওয়া গেছে। মোবাইল চুরি বা ছিনতাই হওয়ার পর সেগুলো ঢাকার বাইরে চলে যায়। এজন্য মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক থাকতে হবে।

সর্বশেষ - জাতীয়