সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৭১ পরিবেশক, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ নানা ধরনের ব্র্যান্ডিং কার্যক্রম ও ব্যাপক প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রিতে বিশেষ অবদান রাখায় ৭১ পরিবেশক, প্লাজা, সেলস এক্সিকিউটিভস ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে দেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছে ওয়ালটন ডিস্ট্রিউিটর নেটওয়ার্কের ৭ পরিবেশক প্রতিষ্ঠান ও ১০ জন কর্মকর্তা, প্লাজা সেলস নেটওয়ার্কের ১৩ প্লাজা ও ১২ জন কর্মকর্তা এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ৩ পরিবেশক প্রতিষ্ঠান এবং ৯ জন কর্মকর্তা।

এছাড়া, স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়ায় ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ৩ পরিবেশক প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগের ১৪ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

রবিবার (১৩ জুলাই, ২০২৫) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

গ্রাহক পর্যায়ে ব্যাপক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ কে সাফল্যমণ্ডিত করে তোলায় পরিবেশকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

তিনি বলেন, “ওয়ালটনের পরিবেশকগণ ও কর্মকর্তাগণ নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু ওয়ালটনকেই সামনের দিকে এগিয়ে নিচ্ছেন না, বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের (পরিবেশক ও কর্মকর্তাগণ) অক্লান্ত পরিশ্রমের ফলে ওয়ালটন আজ বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে চলছে। আপনারা যেমন ওয়ালটনকে সামনে এগিয়ে নিচ্ছেন; তেমনই ওয়ালটনও সব সময় আপনাদের পাশে রয়েছে সবসময়। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরো উদ্বুদ্ধ করে তুলতে পুরস্কার প্রদানের এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মতিউর রহমান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সর্বশেষ - রাজনীতি