ক্রীড়া প্রতিবেদক :
বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে জরুরি বৈঠক শেষ হয়েছে বিসিবির। এই বৈঠকে নিজেদের পুরোনো অবস্থানই তুলে ধরেছে বোর্ড।
এখন পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থান থেকে একটুও নড়েনি। বিশ্বকাপের ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। বোর্ডকে ভারতে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতেই ঢাকায় সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি।
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে সমাধান না হলে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হতে পারে।
এই পরিস্থিতির শুরু হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য হলে। মূলত তার আগে উগ্র ডানপন্থীদের রাজনৈতিক চাপের মুখে তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড।
এরপর বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হয়নি। আইসিসি প্রতিনিয়ত বাংলাদেশকে রাজি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ সফরে আসেন আইসিসির প্রতিনিধি।
তবে গতকালই বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়ে রেখেছিলেন, বিসিবি নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না। আজ বিশেষ এই বৈঠকেও আইসিসিকে সেটাই জানিয়েছে বোর্ড।


















