স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের মেয়েরা।
সোমবার (২৬ আগস্ট) ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা।
ব্রাজিলের পক্ষে গোল দুটি করেন সিমিওনে ও এমিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্রাজিল। তবে প্রথমার্ধে কলম্বিয়ার গোলরক্ষক পাওলা ভ্যালেন্সিয়ার অসাধারণ সেভে গোলশূন্য থাকে ম্যাচ।
দ্বিতীয়ার্ধে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে পান সিমিওনে। আর ম্যাচের শেষ দিকে আমানদিনহার নিখুঁত পাস থেকে এমিল্লির গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা হয় ব্রাজিল ফুটসাল দল।