মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মিনেরার জালে রিয়ালের গোল উৎসব

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

কোপা দেল রে’র শেষ ৩২ এর ম্যাচে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ছিল দেপোর্তিভা মিনেরা। মিনেরার বিপক্ষে এই ম্যাচে একাদশের প্রথম পছন্দের ফরোয়ার্ডদের কাউকেই নামাননি কার্লো আনচেলত্তি। উল্টো মাঠে নামিয়েছিলেন এক ঝাঁক তরুণ। তবে তরুণ দল মাঠে নামালেও বড় জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের।

রিয়ালের বিপক্ষে ম্যাচটিতে গতকাল নিজেদের ঘরের মাঠে খেলতে পারেনি মিনেরা। খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় দলটি খেলেছে কার্তাহোনোভা স্টেডিয়ামে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে তরুণ দল নিয়েও দুর্দান্ত খেলেছে রিয়াল।

মিনেরার বিপক্ষে এই ম্যাচে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুসসরা। দলে ছিলেন এন্দ্রিক, আর্দা গুলার, এদুয়ার্দো কামাভিঙ্গারা। বড়দের মধ্যে ছিলেন লুকা মদ্রিচ। দলের মূল ফুটবলাররা না থাকলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের লক্ষ্যে শট নিয়েছিলেন এন্দ্রিক। তবে ব্রাজিলিয়ান তারকার শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক ফ্রান্সিসকো মার্তিনেস। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের।

৫ মিনিটে দলের হিয়ে প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। এরপর গোলের দেখা পেয়েছেন কামাভিঙ্গা, আর্দা গুলার, মদ্রিচরা। গুলার করেছেন জোড়া গোল। সব মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

 

 

 

সর্বশেষ - জাতীয়