শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রোববার থেকে শুরু বাফুফের ফুটসাল ট্রায়াল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৮, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

দেশের ফুটবল এখন স্বপ্ন দেখছে বড় কিছুর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে সব। বয়সভিত্তিক ফুটবল দলের জন্য ইতোমধ্যে ট্রায়ালের ব্যবস্থা করেছে বাফুফে। এবার শুরু হতে যাচ্ছে ফুটসালের ট্রায়াল। ফুটবলের ক্ষুদ্র এই সংস্করণের জন্য আগামী ২৯০ ও ২১ জুলাই দুদিনব্যাপী ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে।

১৮-৩৫ বছর বয়সীরা এই ট্রায়ালে অংশ নিতে পারবেন। আজ শুক্রবার (১৮ জুলাই) নিবন্ধনের শেষ দিন। এখান থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করা হবে। তরুণ ও প্রতিভাবান দারুণ একটি সুযোগ হতে চলেছে এটি।

ট্রায়ালের পর সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে এবং তাদের জন্য তৈরি হবে দীর্ঘ দুই মাসের প্রশিক্ষণ প্রক্রিয়া। আনা হবে বিদেশি কোচ। শোনা যাচ্ছে ইরান থেকে কোচ আসার সম্ভাবনার কথা।

ফুটসালের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ফুটসালে ইরান বর্তমান ও সবচেয়ে বেশিবারের এশিয়ান চ্যাম্পিয়ন। পাশাপাশি স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত আছে বাংলাদেশের গ্রুপে। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২০-২৪ সেপ্টেম্বর।

টুর্নামেন্টকে সামনে রেখে আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে, ট্রায়ালটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত