স্পোর্টস ডেস্ক :
পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে শিরোপা জয় থেকে কেবল এক পয়েন্ট দূরে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে অঘোষিত ফাইনালে জয় অথবা ড্র করলেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরব অর্জন করবে লাল-সবুজ দল। তবে চলমান আসরের শিরোপায় নজর নেই বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের। তার লক্ষ্য, দলটিকে শক্তিশালী করে গড়ে তোলা এবং মেয়েদের এশিয়ান কাপে ভালো কিছু করা।
বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার শ্রীলঙ্কার সঙ্গে ৫-০ গোলে জিতেছেন বাটলারের দল। লাল-সবুজদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন পূজা রানী। এছাড়া একটি করে গোল করেছেন কানন রানী বাহাদুর, শ্রীমতি তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।
পরে বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় বাটলার বলেছেন, ‘এই মুহূর্তে শিরোপা আমার কাছে কোনও অর্থ বহন করে না। এই দলটিকে আমি বিকশিত করতে এসেছি। এতে যদি লোকেরা অহংকারী ভাবে, সেটাও ঠিক আছে। আমার মূল লক্ষ্য হল মেয়েদের এএফসি এশিয়ান কাপ এবং ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করা।’
পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি। অন্যদিকে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে প্রতিপক্ষকে দিয়েছে ২৪ গোল, আফঈদা খন্দকারের দল হজম করেছে ৪টি। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলে বা ড্র করলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তখন দুদলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে স্পষ্ট গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে নেপালের মেয়েরা
এমন বাস্তবতায় নেপালের সঙ্গে ম্যাচকে সামনে রেখে বাটলার বলেছেন, ‘নেপাল ভালো দল, তাদের খেলোয়াড়রা ভালো। আমাদের কোনও মেয়ে যদি মনে করে ওই ম্যাচটা সহজ হবে, তাহলে হতবাক হওয়া ছাড়া কিছু দেখি না।’
পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করেছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে চলছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।