নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের উপর স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল সঙ্গীত বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন এম এ মান্নান। শুদ্ধস্বর ও উচ্চারণে নজরুল সঙ্গীত পরিবেশনে তিনি আজীবন একাগ্রচিত্তে কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে তিনি দেশের প্রতি যে মমত্ববোধ প্রকাশ করেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী পরিষদের সভাপতি সুজিত মোস্তফা। আলোচনায় অংশ নেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ, আলাউদ্দিন আহমেদ, লায়লা মতিন, রাহাত আরা গীতি প্রমূখ।
নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের ওপর আলোচনা শেষে একই স্থানে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

















