বুধবার , ২২ মে ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এমপি আজীমের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের মাতম

প্রতিবেদক
Newsdesk
মে ২২, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। ভারত যাওয়ার ১০ দিন পর বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। তার ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য আনারের মৃত্যুর খবর জানার পর ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে শোকের মাতম। মরদেহ উদ্ধারের পর থেকেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও স্থানীয়রা। বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে ছুটে আসছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সকলে একে অপরকে সমবেদনা জানাতে চেষ্টা করছেন।

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী জানান, স্থানীয় কোনো শত্রু, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যবসায়িক কারণে তাকে হত্যা করা হতে পারে।

এদিকে এমপির মৃত্যুর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, কয়েকদিন আগে কালীগঞ্জ থানায় এমপির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। সে বিষয়ে কাজ করছিল পুলিশ।

গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। আনার ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন।

সর্বশেষ - জাতীয়