নিজস্ব প্রতিবেদক :
বিগত সরকারের সময়ে গত ১৬ বছরে গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। তারা বলেছেন, নিছক একটি নির্বাচনের জন্য আমরা ফ্যাসিবাদীদের বিতাড়ন করিনি। গুম খুন অপহরণের সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। আমরা আমাদের স্বজনদের নিখোঁজের পেছনে যারা জড়িত তাদের ফাঁসি চাই।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ গুম পরিবার’ আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এতে গুম খুন অপহরণের শিকার বেশ কিছু ব্যক্তির পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ গুম পরিবার’ এর প্রধান সমন্বয়ক বেল্লাল হোসেন, সহকারী সমন্বয়ক মোহাম্মদ আখতারুজ্জামান, মো. সাগর আহমেদ, মো. বাবুল হোসেন, মো. বাবুল মিয়া, আকলিমা খানম, রেশমা আক্তার, গোলাপ খানম, জসীম উদ্দীন, তমা আক্তার প্রমুখ।
সমাবেশ থেকে গুম হওয়া পরিবারগুলোকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ বা অনুদান প্রদান, প্রতিটি পরিবারকে মাসিক ভাতা ও একজনকে চাকরির সুযোগ, প্রতিটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসনের সংস্কার, ভিকটিম পরিবারগুলোর পক্ষ থেকে একজনকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পাস কার্ডের ব্যবস্থা, সকল মামলা প্রত্যাহার, প্রশাসনের হয়রানি থেকে মুক্তি এবং গুম খুন অপহরণে জড়িত র্যাবকে অতিদ্রুত বিলুপ্তসহ ১১ দফা দাবি জানানো হয়।
















