নিজস্ব প্রতিবেদক :
চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৪। এ প্রাণের মেলার আজ নবম দিন। ছুটির দিন হওয়ায় বইপ্রেমী পাঠকদের বিপুল উপস্থিতিতে সরব মেলা প্রাঙ্গন। দিনের আলো ফুরোতেই বাড়তে থাকে দর্শনার্থীদের জনসমাগম। এ যেন বইমেলার ফিরে আসা চিরচেনা রূপ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ে। কেউ বই কিনছেন আবার কেউ দেখছেন। মানুষের ভিড় বেশি হওয়ায় বিক্রিও বেশ ভালো হচ্ছে। এ ভিড়ের অন্যতম কারণ আজ ২য় ধাপে চলছে শিশুদের জন্যে বিশেষ মেলা এবং পুরো মেলার গোছানো আয়োজন।
এ ব্যাপারে মাওলা ব্রাদার্স এর বিক্রয় কর্মী সাজরিন জানান, আজকে ভিড় বেশি থাকায় বিক্রি বেশি হয়েছে। অন্যান্য দিন অনেকে আসেন তবে বই বিক্রি কম হয়। ইতোমধ্যেই অনেক বই বিক্রি হয়েছে।
কথা প্রকাশনীর বিক্রয় কর্মী বলেন, এবার বইমেলায় শুধু অনলাইনেই নয়, সরাসরি মেলায় এসে বইমেলায় পাঠকগণ বই কিনছেন। আর আজ বিক্রি অন্যান্য দিনের থেকে বেশি হয়েছে।
মেলায় আসা দর্শনার্থী শাহাদাৎ হোসেন বলেন, বইমেলা আমাদের প্রাণের উৎসব। আমরা প্রতিবছর এখানে প্রাণের টানে চলে আসি। শুক্রবার ছুটির দিন হওয়ায় বই কিনতে এসেছি।
প্রসঙ্গত, এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বরাদ্দ পেয়েছে ৩৭টি প্যাভিলিয়ন। এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি নতুন ও পুনর্মুদ্রিত ১০০টি বই করছে।