মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার কিছু ভাবছে না। এ সময় তিনি জানান, লুটপাট, দুর্নীতি ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শফিকুল আলম বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার বরাবরই বলে আসছে, সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। পরে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হবে।

তবে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হচ্ছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সূচি তারা নির্ধারণ করেছেন বলে প্রেস সচিব উল্লেখ করেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত