বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

প্রতিবেদক
Newsdesk
জুন ১৯, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে, তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। যা আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম বিসিএস পরিক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল জাকার্তা এবং এরপর ব্যংককে। সেখানকার দায়িত্ব পালন শেষে পরিচালক হিসেবে ঢাকা ফেরত আসার পর প্রথমে তৎকালীন পররাষ্ট্র সচিব (বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা) মো. তৌহিদ হোসেনের দফতরে পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর দফতরে পরিচালক পদে কাজ করেন।

ঢাকায় পোস্টিং শেষ করে তিনি ম্যানচেস্টারে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হিসেবে যোগ দেন। পরের দায়িত্ব ছিল মিলানে বাংলাদেশ মিশন খোলার এবং সেটি তিনি সুচারুভাবে সম্পন্ন করেন।

দ্বিতীয় ধাপে ঢাকায় ফেরত আসার পর প্রথমে ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক এবং এরপর চিফ অব প্রটোকলের গুরু দায়িত্ব পালন করেন। প্রথম রাষ্ট্রদূত হিসেবে অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন ফিলিপাইনে। অন্য রাষ্ট্রদূতদের চেয়ে কিছুটা ব্যতিক্রম কাজ করার পর ২০২১ সালে ঢাকায় ফিরিয়ে আনা হয় আসাদ আলম সিয়ামকে।

ঢাকায় আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ইন্সপেক্টর জেনারেল অব মিশনের (আইজিএম) এ দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০২৩ সালে অস্ট্রিয়াতে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।

দায়িত্ব দেওয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ২২ মে তিনি ছুটিতে যান।

 

সর্বশেষ - রাজনীতি