শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ ও সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে; তারা স্বৈরাচারের দোসর।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ফেব্রয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবো।

এর আগে প্রেস সচিব শফিকুল আলম কলেজ রোড এলাকায় সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেস্ট দেওয়া হয়। নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি