শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

প্রতিবেদক
Newsdesk
জুন ২৮, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পাবনার বেড়া উপজেলায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম।

তিনি জানান, সকাল ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। উদ্বোধন শেষে নিজ বাড়ির পাশে নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কিছুটা সুস্থতা বোধ করলে বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, “বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন; তবে উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।”

সর্বশেষ - জাতীয়