নিজস্ব প্রতিবেদক :
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অতিরিক্ত মুনাফা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
সোমবার ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশনা দেন।
এই সময় যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে এবং তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই বাজারে এর দাম বেড়ে চলেছে। রাজধানীর বিভিন্ন স্থানে প্রতি কেজি পেঁয়াজ আগের তুলনায় দ্বিগুণ বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।