নিজস্ব প্রতিবেদক :
জাপানের নারিতা, চায়নার গুয়াংজু এবং ভারতের চেন্নাইয়ের পর বিমানের এবারের গন্তব্য ইউরোপ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বন্ধ থাকা ইতালির রোম ফ্লাইট মার্চেই চালু করা হবে। এজন্য জিএসএ নিয়োগ করাসহ রুট প্ল্যান কি হবে তা ঠিক করা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে এভিয়েশন এন্ড ট্যুরিজম সাংবাদিক ফোরাম আয়োজিত সংলাপে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিম।
এমডি বলেন, ইতালির রোম ফ্লাইট মার্চেই চালু জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। কোনো বিমান কর্মী যাত্রী সেবায় অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিমানের বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, প্রথম পর্যায়ে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবেন তারা। এতে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে যাত্রীরা গন্তব্যে যেতে পারবেন। তবে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট যাবে, নাকি ট্রানজিট থাকবে তা এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।
এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, রুট বাড়ানোর পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে। তাই প্রবাসী যাত্রীসহ কেউ দায়িত্বে অবহেলা করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও জানান তিনি।
এছাড়া নির্দিষ্ট রুটে বিমানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরকে হাব হিসেবে ব্যবহার করতে সক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে যাত্রীরা সহজে গন্তব্যে যেতে পারবেন বলেও জানান তিনি।