নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আসা মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে সম্মানরে সাথে নাগরিক অধিকার দিয়ে ফেরত পাঠানোই একমাত্র সমাধান, সেই লক্ষ্যে কাজ চলছে। একই সাথে মিয়ানমারে অভ্যন্তরীণ সংকট চলায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রী শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্ক ফুল উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কারাগারে অনেক মানুষের স্বাভাবিক মৃত্যু হয়। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা তাদের সুইসাইডাল ডিসিশান ছিল। নেতারা কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ, কর্মীরা প্রচন্ডভাবে হতাশ। তারা হতাশা কাটানোর জন্য নানা ধরণের বক্তব্য দিচ্ছে। টিকে আছে প্রমাণ করার চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, বিএনপির দু’একজন নেতা টেলিভিশনে কথা বলে সেখানেই শুধু তারা আছে।