নিজস্ব প্রতিবেদক :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনের শুরুতেই মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে দিনটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এ শোভাযাত্রাটি বের হয়। এরপর আসাদ গেট, শিয়া মসজিদসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। ৫১তম আয়োজনে নেতৃত্ব দেন আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।