নিজস্ব প্রতিবেদক :
যৌথবাহিনীর চলমান অভিযানে আজ (৯ অক্টোবর) পর্যন্ত ১৪৮ জনকে গ্রেপ্তার এবং ২৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বুধবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ সেপ্টেম্বর থেকে এ অভিযান শুরু হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৭টি, পিস্তল ৭৩টি, রাইফেল ২১টি, শটগান ৩৬টি, পাইপগান ৭টি, শুটারগান ৪০টি, এলজি ২৮টি, বন্দুক ৪১টি, ১টি একে-৪৭, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়ার্টার ২টি।