বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: ভোক্তার ডিজি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রমজান উপলক্ষে এবার প্রচুর পণ্য আমদানি হয়েছে, তবে ভোজ্যতেলে একটু অস্বস্তি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথা জানান তিনি।

পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সার্বিক চিত্র তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, দুদিন পর রমজান মাস শুরু হবে। এবার চট্টগ্রাম বন্দরে নিত্যপণ্যের সরবরাহ অনেক বেড়েছে। বিভিন্ন উৎস থেকে জানা গেছে, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এক বছরের ব্যবধানে ছোলার আমদানি বেড়েছে ৬৪ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, খেজুর ২৩ শতাংশ, চিনি ২০ শতাংশ, ডাল জাতীয় পণ্য ৪৪ শতাংশ, রসুন ২০ ও আদা ৫৬ শতাংশ পর্যন্ত আমদানি বেড়েছে। তারপরও বাজার মনিটরিং এ দেখা গেছে, ভোজ্যতেলে আমাদের একটু অস্বস্তি রয়েছে।

তিনি বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট করতে পারে। খুচরা কিছু ব্যবসায়ীর মধ্যে দেখা গেছে, সামনে না রেখে পিছনে লুকিয়ে রাখছে তেল। তবে রমজানে আমরা ভোক্তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছি। স্বাভাবিক সময়ের তুলনায় টিমের সংখ্যা ৩০ থেকে ৬০টি অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ৬৩টি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত তদারকি টিমের অতিরিক্ত ৩০ দিন নিয়মিত নিবিড়ভাবে বাজার মনিটরিং করা হবে। ভোক্তা অধিদপ্তর থেকে ইতোমধ্যে এ ব্যাপারে তাদের নির্দেশনা ও খরচ বরাদ্দ দেওয়া হয়েছে। ভোক্তাকে স্বস্তি ও শান্তিতে রাখার চেষ্টা করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, আমরা নীরব দর্শক না। যারা দোষী সাবস্ত হবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর