নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তাসনিম জারা।
তিনি লিখেছেন, সকল বাধা পেরিয়ে ফুটবল ⚽️ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!
পোস্টের সঙ্গে প্রতীক বরাদ্দ পাওয়ার একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তার আবেদনের ভিত্তিতে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি।

















