রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৪৯টি বাস, ৩৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ২২টি গাড়ি রয়েছে।

এদিকে বিএনপি-জামায়াতের নবম দফার অবরোধ ঘোষণার পর ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, গাজীপুরে পাঁচটি, সিলেট একটি ও দিনাজপুরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

সর্বশেষ - জাতীয়