নিজস্ব প্রতিবেদক
লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ আজ দুপুরে চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার চৌধুরী হাসান সারওয়ার্দীকে পল্টন থানার মামলায় সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান হাসান সারওয়ার্দী। সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
পরে গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।
মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি গত রোববার পল্টন থানায় বাদী হয়ে আরেফি, হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনের নামে মামলা করেন। মামলায় অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ আনা হয়।