কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির সাবেক বডিগার্ড আকিজসহ আরসার ৪ সদস্যকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার বালুখালি ক্যাম্প-২০ ব্লক-এম/৩৩ এর আহামেদ হোসেন প্রকাশ হোসন আহম্মেদের ছেলে মো. করিম উল্লাহ প্রকাশ মাষ্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ক্যাম্প-৭ ব্লক ই/১৫ এর মৃত মো. কায়সারের ছেলে মো. আকিজ (২৭), ক্যাম্প-১৩ ব্লকের-ই /৩ এর আবুল হোসনের ছেলে মো. জুবায়ের (২৯) ও ক্যাম্প-২২ ব্লক-/৪ এর মৃত হাসমত উল্লাহের ছেলে সাবের হোসেন প্রকাশ মৌলভী সাবের (৩৫)।
এ সময়, ঘোনারপাড়াস্থ ক্যাম্প-২০ এক্সটেনশনের ব্লক-৫ এর হাউজ নম্বর-৩ থেকে র্যাব-১৫ তাদের গ্রেপ্তারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ৭টি ককটেল, ৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১২ বোর এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় র্যাব। আরসার সন্ত্রাসীদের অবস্থানস্থের কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ অন্যতম। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে র্যাব জানিয়েছে, গত এক বছরে ক্যাম্প থেকে র্যাব-১৫, কক্সবাজার মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার এবং লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০৩ জনকে বিভিন্ন অপরাধমূলক কর্মকানণ্ডে জড়িত অপরাধে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি বিদেশি অস্ত্র, ৫২টি দেশীয় অস্ত্র, ১৪৪ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০ দশমসালে ক ২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, দেড় কেজি মার্কারি (পারদ) এবং ৪টি হাত বোমা উদ্ধার করা হয়।