কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।তবে নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় দুজন নিহত হয়েছেন। আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।