কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের বাসিন্দাদের মধ্যে। এসময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
আহত যুবকের মোহাম্মদ ইয়াসির (২০)। তিনি উখিয়ার থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হাসান ওরফে হাসুর ছেলে।
পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, পালংখালী, থাইংখালী, রহমতের বিল ও বালুখালী সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া যায়। সীমান্তের মানুষ আতঙ্কে সারা রাত জেগে ছিলেন।
থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি লিডার আহমদ উল্লাহ বলেন, “রাতে গুলির শব্দ শুনছিলাম। হঠাৎ মিয়ানমারের দিক থেকে ছোড়া একটি গুলি এসে ইয়াসিরের পেটের নিচে লাগে। তাকে দ্রুত ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়।”
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “বালুখালী বিওপি সংলগ্ন সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে। আমরা সতর্ক অবস্থানে আছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত দেড় বছর ধরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ চলছে।