সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জামি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: দুটি রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটালি, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ছোট-বড় ৭টি রেত, ১টি শান দেওয়ার মেশিন ও ১টি বানান নালিসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি।উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। এরপর রামু ও ঈদগড় পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়।

তিনি আরও বলেন, সোমবার সকাল সাড়ে ৬টায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন ব্যক্তি গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জেলার খবর