শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কাশিমপুরে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৮, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন ফাঁসির আসামি পালানোর চেষ্টা করেছিলেন, যা নিয়ে জেল কর্তৃপক্ষ একটি মামলা করার পর বিষয়টি জানাজানি হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় তিন আসামির পালানোর চেষ্টার বর্ণনা দিয়ে একটি মামলা করেন।

এজাহার অনুযায়ী, মৃত্যুদণ্ডের সাজায় বন্দি টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু জেল থেকে পালানোর প্রস্তুতির নিয়েছিলেন।

মামলার বর্ণনা অনুযায়ী, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান। তিনি তমাল ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাত করার শব্দ শুনতে পান।

৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা একটি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুটিসহ বিভিন্ন উপরকরণ জব্দ করা হয়।

এসব উপকরণ কেন কক্ষে রাখা হয়েছে, তা নিয়ে সন্দেহভাজন বন্দিদের জিজ্ঞাসাবাদ করে কারা কর্তৃপক্ষ। বন্দিরা বলেন, জেল থেকে পলানোর জন্য এসব উপরকরণ বানিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল থেকে পালাতেন অথবা পালানোর সুযোগের অপেক্ষায় ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি পালানোর অপেক্ষায় ছিলেন। গত বছরের ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হলে সুযোগ বুঝে তারা কারাগার থেকে পালিয়ে যেতেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কারা সূত্রের খবর।

কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, হাই সিকিউরিটি কারাগারের জেলার একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত