মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুমিল্লা মেডিকেলে দালাল বিরোধী অভিযান, আটক ১০

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

কুমিল্লা থেকে এম এ মতিন মাসুম : 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে আসা দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এবং জেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দালাল চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কিছু দালাল চক্র সক্রিয়ভাবে রোগীদের হয়রানি করে আসছে। বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব-১১ এবং কুমিল্লা জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৯১ ধারায় (গণউপদ্রব সৃষ্টি) দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সোহেল (৩০), মাহবুবুর রহমান (২৮), মোঃ জাকিদা (৪৩), মোঃ তাজুল ইসলাম (৩৬), মাহমুদ (৪০), মোঃ নাছের (৩৬), মোঃ ইমন (২১), মোঃ আলাদিন (২২), মোঃ অপু (৩৪), আব্দুল আজিজ ৩৪)।
র‍্যাব-১১ কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য ও রোগীদের হয়রানি রোধে এ অভিযান পরিচালিত হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, র‌্যাব-১১ গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ের মধ্যে তারা ২৩৯ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯৩ জন ধর্ষণ মামলার আসামি, ৪৫০ জন মাদক কারবারিসহ মোট প্রায় ৫৪০ জন বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে।

সর্বশেষ - রাজনীতি