শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুয়াকাটা সৈকতে ভেসে এল দুই লাশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলে এবং অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ ভেসে এসেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি পয়েন্টে নজরুল ইসলামের লাশ এবং গঙ্গামতি পয়েন্টে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে আসে। নজরুল ইসলাম গত ২৫ জুন বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হয়েছিলেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানিয়েছেন, নজরুল ইসলাম কুয়াকাটা উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মীরাবাড়ি পয়েন্ট এলাকা থেকে নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে কালো রঙের একটি রেইনকোট ছিল। নজরুল ইসলামের ছেলে তার বাবা লাশ শনাক্ত করেছে। গঙ্গামতি এলাকায় উদ্ধার করা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।

গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন ট্রলারের মাঝি আবদুর রশিদ, জেলে ইদ্রিস, কালাম ও গিয়াস।

সর্বশেষ - রাজনীতি