গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেন, “বড় সেতু নির্মানের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি সেতুটি নির্মান করা হয়। বড় সেতু নির্মান শেষ হওয়ায় এটি এখন অকেজো। ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে অনেক আগেই সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা সেতু নদী থেকে তুলে নতুন করে তৈরী করা হবে।”
তিনি আরও বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপথের বড় সেতু থাকলেও বেইলি সেতুতে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর ওপরে টঙ্গী-আব্দুল্লাহপুরে দুই সংযোগ স্থলে দুটি বেইলি সেতু আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং অপরটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়তের বেইলী সেতুটি ভেঙে গেছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) লিয়াকত আলী জানান, বেইলি সেতুটি ভেঙে গেলেও উড়াল সেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে উড়াল সেতুর নিচ দিয়ে বেইলি সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।
এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক আপডেট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”