বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নেত্রকোণায় ডিবি পুলিশের চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৯, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি ঃ

নেত্রকোণায় টাকা নিয়ে আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এনায়েতসহ ৪/৫জন ডিবি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তের আক্রমণের শিকার হয়েছেন মহসিন মিয়া নামের এক কৃষক।

নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) বরাবর দায়েরকৃত এক লিখিত অভিযোগ থেকে এই তথ্য জানা গেছে। মহসিন মিয়া জেলার পূর্বধ্বলা উপজেলার কুড়িকুনিয়া গ্রামের মরহুম আরজু মিয়ার ছেলে।

ডিবির ওসি সায়েদুর রহমান অভিযোগের কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, শুনেছি ডিবির কয়েকজনের বিরুদ্ধে এসপি স্যারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমি লিখিত কোনকিছু পাইনি।

লিখিত অভিযোগে মহসিন মিয়া জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে এনায়েতসহ ডিবির ৪/৫ জন সদস্য ও অন্যান্য অজ্ঞাত ব্যক্তি তিনটি সিএনজি ও ৩/৪টি মোটর সাইকেল নিয়ে একযোগে এসে পূর্বধ্বলা উপজেলার এরুয়ারচর গ্রামের সেকান্দর আলী আকন্দের ছেলে রিটন আকন্দকে তার বসত ঘরে হেরোইন সেবন অবস্থায় গ্রেফতার করে। তারা রিটনকে হ্যান্ডকাপ পড়িয়ে নেত্রকোণার উদ্ধেশ্যে নিয়ে যাওয়ার পথে শান্তিনগর নামকস্থানে গ্রেফতার রিটনের স্ত্রী ও অন্যান্য লোকজনকে নিয়ে গোপন আঁতাত করে রিটনকে ছেড়ে দেয়। পরে রিটন অন্যান্য লোকজন নিয়ে মহসিনের বাড়ি গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মহসিনকে হত্যার চেষ্ঠা চালায় তারা। স্থানীয় লোকজন কারণ জানতে চালে রিটন জানায় যে, তাকে মহসিন ধরিয়ে দিয়েছে। ছাড়া পেতে ডিবির এনায়েতসহ অন্যদের ১ লাখ টাকা দিতে হয়েছে। মহসিনের জন্য তার এই ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিবির এনায়েতসহ অন্যরা ভুল স্বীকার করেন। তারা বলেন, আমাদের ভুল হয়েছে, আমরা দু:খিত। আর কখনও এরকমটা হবে না।

সর্বশেষ - জাতীয়