পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী পুলিশ লাইন্সের মহিলা ব্র্যাকের তৃতীয় তলার তিন নম্বর কক্ষ থেকে কৃষ্ণা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ফ্যানের সঙ্গে ঝুলছিল কৃষ্ণা বিশ্বাসের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’