শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পাবনায় চর দখলে সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)।

স্থানীয়রা জানান, ওই চরের জমি দখল নিয়ে দীর্ঘ বছর ধরে কুষ্টিয়া অঞ্চলের একটি গ্রুপের সঙ্গে ঈশ্বরদী অঞ্চলের গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে। সম্প্রতি সরকারিভাবে ডিগ্রির চরের এই সম্পত্তি লিজ দিয়েছে সরকার। সেই লিজের সম্পদ দখলকে কেন্দ্র করে ঈশ্বরদী অঞ্চলের ইয়াসিন ও মক্কেল মৃধা গ্রুপের সঙ্গে কুষ্টিয়া অঞ্চলের মুকুল ও কালু বাহিনীর ঝামেলার সূত্রপাত। এই ঘটনার পর থেকে চর অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর