আশরাফুল আলম জীবন, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (৭ই আগস্ট) এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশব্যাপী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রায়পুর লক্ষীপুর এর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ( উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে) প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রায়পুর লক্ষীপুর এর সভাপতি মো. আমীর হোসেন। তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা” এর গেজেটে বেসরকারি কিন্ডারগার্টেন ও অন্নান্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি পরীক্ষা পূনরায় চালু করার যৌক্তিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসাইন খান, আলী হায়দার প্রধান শিক্ষক সাগরদী স. প্রা. বি, জাকির হোসেন টিটু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চর আবাবিল স.প্রা. বি প্রমূখ।
আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. তাজউদ্দিন, শামসুদ্দিন আহমেদ সহ রায়পুরের সকল স. প্রা. বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।