বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শ্রীপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দিনগত গভীর রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীদেরও পুলিশি হেফাজতে নেয়া হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুইটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, এনামুল হক মোল্লা (৪৮), শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল। তাদেরকে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে -এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক এনামুল হক মোল্লা সম্প্রতি মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মিছিল, মিটিং করে প্রচার চালায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। তাকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদেরও আটক করে যৌথবাহিনী।

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে যায় সে।

সর্বশেষ - রাজনীতি