সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে রাজনৈতিক কারণে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩০, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি রাজনৈতিক কারণে ঘটেছে। বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা কথাগুলো বলেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেয়া হচ্ছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

সংস্কার শেষ হলে আমরা একটি নির্বচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করে তিনি বলেন, কিছুদিন আগেও যারা ক্ষমতায় ছিল আজ তারা নেই, আগামীতে যারা আসবেন তারাই দেশে চালাবেন -এটাই নিয়ম।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ ও জেলার ২০০ মসজিদের ইমাম মুয়াজ্জিন ।

 

সর্বশেষ - জেলার খবর